রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক (নূর আলীর দোকান হতে ৯নং ওয়ার্ড মাতাব্বর পাড়া) পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের বেশী এলাকার একটি ছোট্ট গ্রাম এতদিন থেকেছে অন্ধকারে। চারপাশের এলাকাগুলো বিদ্যুৎ সুবিধা পেলেও প্রায় ৩০টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামটি ছিল বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
বিগত সময়গুলিতে স্থানীয় সরকার বা জনপ্রতিনিধি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি দাবী স্থানীয়দের, সম্প্রতি বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এলাকাটি।
এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন তরুণ সমাজসেবক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোঃ রবিউল হোসেন। তিনি প্রথমে যোগাযোগ করেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে। তাঁর পরামর্শে ও দিকনির্দেশনায় এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় সফলভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন সম্ভব হয়।
মোঃ রবিউল হোসেন বলেন বলেন, এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এবং বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ও এলাকাবাসীর কিছু অর্থনৈতিক সহযোগীতা করেন, তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। তবে এই কাজের শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পরিশেষে সফল ভাবে এই উদ্যোগটি সম্পন্ন করতে পেরে অত্যন্ত ভালো লাগছে।
স্থানীয়দের মতে, এই বিদ্যুৎ সংযোগ শুধু আলো নয়, নতুন আশার দ্বার খুলে দিয়েছে। শিশুদের পড়ালেখা, পারিবারিক কাজ ও সামাজিক উন্নয়নে এটি হবে এক বড় পরিবর্তনের সূচনা।
এই সফলতার পেছনে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মোঃ রবিউল হোসেন বলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪