আইন-শৃঙ্খলা রক্ষায় বাঘাইহাট ব্যাটালিয়ন এর তল্লাশি অভিযান ও নজরদারি জোরদার

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র মহাপরিচালকের দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশে তল্লাশি অভিযান ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ( ১৩ ডিসেম্বর) তারিখে খাগড়াছড়ি হতে সাজেক ও মারিশ্যা সড়কসহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, টহল ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইহাট ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেটের সামনে দিঘিনালা–সাজেক সড়কে এবং ২নং জিপি গেটের সামনে দিঘিনালা–মারিশ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও যাত্রীদের তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

ব্যাটালিয়নের অধীনস্থ ১৫টি বিওপি/টিওবি/ক্যাম্প কর্তৃক পৃথকভাবে মোট ১৫টি বিশেষ টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।