৫ কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয়েছে।
দ্বিতীয় ধাপে সারাদেশের ১৪ টি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে সকালে একযোগে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এসময় অতিথি হিসেবে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ সহ সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর দৃষ্টি নন্দন স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার পর বাঘাইছড়ি উপজেলা বাসী খুবই আনন্দিত খুব শীঘ্রই সকলের অংশ গ্রহনে একটি টূর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪