রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মতো চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র চালু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) উপজেলার চৌমুহনী বাজারের মিনিস্টার শো-রুমের নিচ তলায় “কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র”-এর উদ্বোধন হয়েছে আজ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, দোকানদার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেবা কেন্দ্রের প্রোপাইটর অপ্টোমেট্রিস্ট মো. আব্দুর রহমান জানান, অল্প খরচে উন্নতমানের চোখের চিকিৎসা প্রধানই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য স্থানীয়দের দূরে যেতে হতো, এখন থেকেই নিজ এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে।
সেবাকেন্দ্রে যে-সব চোখের সমস্যায় সেবা প্রদান করা হবে-
১. চোখ লাল হওয়া,
২. চোখ দিয়ে পানি পড়া,
৩. চোখের অ্যালার্জি চিকিৎসা,
৪. চোখে কম দেখা (দূরে বা কাছে) সংক্রান্ত সমস্যা নিরসন,
৫. অল্প দৃষ্টি সম্পন্ন চোখের চিকিৎসা,
৬. চোখের প্রেসার মাপা ও চোখের নালী পরীক্ষা (SPT, IOP),
৭. প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক চশমা প্রদান,
৮. চোখের ছানি ও নেত্রনালী অপারেশন সংক্রান্ত সু-পরামর্শ প্রদান।
রোগী দেখবেন প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অপ্টোমেট্রিস্ট মো: আব্দুর রহমান, ডি.এম.এফ (ঢাকা), ডি.ও.এল.ভি (চক্ষু), ক্লিনিক্যাল অপ্টোমেট্রি ট্রেনিং ইন রিফ্রেকশন, বিএমডিসি রেজি: ডি-২৭৭৩৪
এছাড়া উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য দূরবর্তী জায়গায় যেতে হতো। এখন নিজ এলাকায় সেবা পাওয়ায় সময় ও খরচ উভয়ই বাঁচবে।
স্থানীয়দের আশা, ‘কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র’ উপজেলার মানুষের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪