রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ভালো ফলাফল করায় বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেবার পাড়া গ্রামের দুই কৃতি শিক্ষার্থী মো: সাকিব হোসেন ও মো: ইমন কে সংবর্ধনা দিয়েছে হাজী মুন্সি মিঞা কিশোর সংঘ।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাজী মুন্সি মিঞা কিশোর সংঘের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে, এতে কিশোর সংঘের সভপতি মো: মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম ও কাচলং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক অসিম চক্রবর্তী। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পর শুভেচ্ছা স্মারক তুলে দেয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় এবং তাদের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪