রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের বন্যার্ত ও পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খেদারমারা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের পাচঁশত (৫০০) পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ত্রাণ গ্রহণ করতে আসা বন্যাদুর্গত পরিবারগুলো এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগকালীন সময়ে পাশে থাকার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪