উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের উদ্যোগে পূর্ব লাইল্যাঘোনা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত সম্পন্ন।
বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইল্যাঘোনা এলাকার ব্যপারী পাড়া সড়কটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে পড়ে, সেই সাথে রাস্তাটি জনভোগান্তিতে পরিনত হয় এবং স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলাচলের চরম দুর্ভোগে পরিণতি হয়।
রবিবার (২৯ জুন) এলাকার সচেতন যুব সমাজ ও ছাত্রদলের সদস্যদের সড়কটি মেরামত করে দেয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন। সড়ক মেরামত হওয়ায় এবং চলাচলের উপযোগী হওয়ায় এলাকার দীর্ঘ দিনের ভোগান্তি দূর হওয়ায় এলাকার জন সাধারন ধন্যবাদ জানায় ছাত্রদলের কর্মীদের।
ইকবাল হোসেন জানান, ৩ টা গ্রামের লোকজন এই রাস্তা দিয়া চলাচল করে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ায় আজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সড়কটি মেরামতের চেষ্টা করলাম। তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আমাদের আবেদন বাঘাইছড়িতে বন্যায় সবচেয়ে বেশী প্লাবিত হয় এই পূর্ব লাইল্যাঘোনা এলাকাটি তাই এখানের নিন্ম সড়ক গুলা বাস্তবায়ন অতি জরুরী এবং এই এলাকার বন্যা কবলিত মানুষের জন্য একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করার জোড় দাবী জানাচ্ছি।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪