রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদস্য ছাত্রনেতা নাহিদুল আলমের জন্মদিন উপলক্ষে বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাদাত মোল্লার উদ্যোগে এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন, ১ নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাউল হকসহ ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রনেতা নাহিদুল আলমের দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেন এবং তার জন্মদিনকে মানবসেবামূলক কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করে তোলায় প্রশংসা জানান।
এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে মধ্যম পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪