ঢাকা, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৭ হিজরি

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়।
‎বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বাঘাইছড়ি পূজা ফ্রন্ট কমিটির সভাপতি জীবন সরকারের সঞ্চালনায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বীজেন্দ্রলাল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

র‍্যালী ও সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি মানিক শীল, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ত্রিদিব দেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।