জরাজীর্ণ উলুছড়ি আনসার ক্যাম্প নতুন করে নির্মাণ করেছে মারিশ্যা জোন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পরিচালিত “অপারেশন উত্তোরন”এর কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসনসমূহ নতুন করে সংস্কার করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশনা এবং সেনা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির দিকনির্দেশনা ও বরাদ্দকৃত অর্থে ক্যাম্পটির পুরোনো ভবনসমূহ সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নবসংস্কারকৃত উলুছড়ি আনসার ক্যাম্পের উদ্বোধন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্প কমান্ডার, আনসার ও পুলিশ সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নব নির্মিত সৈনিক ব্যারাক

উদ্বোধন শেষে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন,

“জিওসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উলুছড়ি আনসার ক্যাম্পের সকল স্থাপনা সংস্কার করা হয়েছে। ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন অন্যান্য পিছিয়ে থাকা ক্যাম্পগুলোকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে, যাতে প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়।”

তিনি আরও বলেন,

“উলুছড়ি আনসার ক্যাম্প এই অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে একত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”