জেলা সেচ্ছাসেবকদল নেতা সাকুর জন্মদিনে ছাত্রদল নেতা শ্যামল দাশের ব্যাতিক্রমী আয়োজন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

রাঙামাটি জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সাকুর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রী শ্রী জলকুমারী মন্দিরে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য শ্যামল দাশের পক্ষ থেকে পূজা অর্চনার মাধ্যমে বেলায়েত হোসেন সাকুর জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ভক্তরা দেশ ও সমাজের মঙ্গল কামনায় ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন।

শ্যামল দাশ জানান, “বেলায়েত হোসেন সাকু আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ সাবেক ছাত্রনেতা । তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় এ আয়োজন করা হয়েছে।”

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।