তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বাঘাইছড়িতে বিএনপির প্রচারণা প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার চৌমুহনী ও উপজেলা বাজার এলাকায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীর নেতৃত্বে ধানের শীষ প্রতীকের জনসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি কাজী মোস্তফা ও শাজাহান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর তাতীদলের সভাপতি খিজির আহাম্মদ, জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি জনগণমুখী রাষ্ট্রগঠনের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। আমরা দীপেন দেওয়ানকে জয়ী করতে পারলে রাঙামাটি আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারব। তারা আরও বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটির গণমানুষের কণ্ঠস্বর। তার নেতৃত্বে পাহাড়ি-বাঙালি ঐক্য আরও সুদৃঢ় হবে, যা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে। প্রচারণা চলাকালীন সময়ে বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির রাষ্ট্রগঠন পরিকল্পনা ও ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির জয় সু-নিশ্চিত। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: