

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাজেক ইউনিয়নের ২টি ও বঙ্গলতলী ইউনিয়নের ১টি, মোট তিনটি পূজা মন্ডপের কমিটির সাথে পূজা সুন্দর ভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে বাঘাইহাট জোন প্রাঙ্গণে ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খায়রুল আমিন, পিএসসির সভাপতিত্বে পূজামন্ডপ উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একইসাথে তিনি ৩ টি পুজা উদযাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন, এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য আহ্বান জানান।

এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি বাসু দে, মাসালং এলাকার শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্নধর ত্রিপুরা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উৎফল তালুকদার এর নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও কিছু স্থানীয়দের কে বাঘাইহাট জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা, এসময় স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।