সোমবার (২৯ সেপ্টেম্বর) বাঘাইহাট শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাহিদ, স্থানীয় জনপ্রতিনিধি ৪নং ওয়ার্ডের সদস্য দয়া ধন মেম্বার এবং সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. রায়হান আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জোন কমান্ডার পূজা কমিটির সভাপতি বাসুদেবের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপি যৌথভাবে কাজ করছে। এতে উৎসবের নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।
পূজা কমিটির নেতৃবৃন্দ বলেন, যেকোনো সমস্যায় প্রশাসনিক সহায়তা দ্রুত পাওয়া যাবে। তারা শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
এদিকে বাঘাইহাট বাজার কমিটি ও স্থানীয় নেতারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪