বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে ধানের শীষের পক্ষে ১৩ দিনব্যাপী ধারাবাহিক উঠান বৈঠক সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডজুড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রথম সারির নেতৃবৃন্দরা।
প্রতিটি উঠান বৈঠকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নীতিনির্ধারিত কর্মসূচি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। নেতারা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশকে গণতন্ত্র ও সুশাসনের পথে ফিরিয়ে আনা হবে।
আয়োজিত উঠান বৈঠকে সমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।তিনি বলেন, ধানের শীষ মানে জনগণের মুক্তির প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোমিন,মাইনী মুখ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক দলের সভাপতি তৈয়ব আলী, সহ কৃষি বিষয়ক সম্পাদক বিএনপির আব্দুল মালেক, তাঁতি দল সভাপতি গাজী আবু তাহের, ওলামা দল সভাপতি মাওলানা সোহেল আহম্মদ,জাসাস সভাপতি দেলোয়ার হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপ্লব ইসলাম।
বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতি প্রতিরোধ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে প্রতিটি ওয়ার্ডের উঠান বৈঠক ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া তৈরি হয়।
শেষে দেশের শান্তি, ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় দোয়া-মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪