পানি কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ি সাজেক যানচলাচল প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সাজেকের মাচালং এলাকায় সড়ক ডুবে একদিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি থেকে পর্যটনকেন্দ্র সাজেকের পথে যানচলাচল ফের শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যানবাহন চলাচল শুরু করে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার। তিনি বলেন, “বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। পরে সকাল ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। তবে সড়কের কিছু অংশে এখনো পানি আছে। এর আগে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল শুরু হলে মঙ্গলবার খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যায়। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে সাজেকে আটকা পড়েছিলেন ৩৪১ জন পর্যটক। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর টীম, দিঘীনালা ফায়ার সার্ভিস টীম ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাচালং এর পানিতে তলিয়ে যাওয়া সড়ক পরিদর্শন করেন এবং সাজেকে আটকা পড়া পর্যটকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। বুধবার সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন বলে জানান ইউএনও। স্থানীয়রা জানান, মঙ্গলবার পর্যটকবাহী সব গাড়ি সাজেক ভ্যালীতে যাওয়া- আসা বন্ধ থাকলেও আটকে পড়া সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার হয়েছেন অনেক পর্যটক। তবে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। আবার অনেকে সাজেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে গেছেন। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: