পাহাড়ে চোরাচালান প্রতিরোধে ৫৪ বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের  সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দূর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সাথে জনসচেতনতামূলক আলোচনা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর দিকনির্দেশনায় নিউথাংনাং বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নিউথাংনাং ও বেথলিংপাড়া এলাকায় উপস্থিত হয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা চোরাচালান কার্যক্রম সংঘটিত না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকাবাসীর সাথে খোলামেলা আলোচনা করেন।

স্থানীয় পাহাড়ি জনগণকে সন্দেহজনক চলাচল চিহ্নিত করা, অপরাধী চক্রের তৎপরতা সম্পর্কে দ্রুত তথ্য প্রদান এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান বিজিবির সদস্যরা।

এ সময় এলাকাবাসীও বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত নিরাপত্তায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।