প্রায় ৬ ঘন্টা পর যান বাঘাইছড়ি – দিঘীনালা সড়কে যানচলাচল স্বাভাবিক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ির সাথে সারাদেশে যানচলাচল স্বাভাবিক। শনিবার (২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে সকাল ৬ টার দিকে বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯,১০ ও ১৪ কিলো এলাকায় ছোট বড় প্রায় ১০ টি স্থানে পাহাড় ধসে পড়ে। ফলে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছায়, আটকে পড়ে ঢাকা থেকে আগত ও চট্টগ্রাম গামী শান্তি পরিবহনসহ ছোটখাটো অর্ধশত যানবাহন। পাহাড় ধসের খবর পেয়ে সড়ক বিভাগ, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), ফায়ারসার্ভিসের দিঘীনালা ইউনিট ও স্থানীয়রা মাটি সড়ানোর কাজ শুরু করে দুপুর ১ টার দিকে স্বাভাবিক হয় যানচলাচল। বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইন কন্টোলার, গিয়াস উদ্দিন নাছির বলেন, কিছুদিন পর পর এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে, সড়ক বিভাগ যদি এই সড়কের যে কোন স্থানে নিয়মিত একটি পেলোডার রাখে তাহলে পাহাড় ধসে পরপর দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করা সম্ভব হবে। এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে, আমরা সংবাদ পেয়ে পেলোডার ও লোকজন দিয়ে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করি। যান চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার চালকদের বৃষ্টির সময় সাবধনাতা অবলম্বন করার আহবান জানান। SHARES প্রচ্ছদ বিষয়: