বাঘাইছড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫ বাঘাইছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বাঘাইছড়ির বটতলী মোহাম্মাদিয়া হেফজ খানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজুর উদ্যোগে দোয়া মাহফিল ও কুরআনে হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনায় আমরা আন্তরিকভাবে দোয়া করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, দেশনেত্রীর সুস্থ হয়ে ফিরে আসা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দোয়া মাহফিল শেষে বটতলী মোহাম্মাদিয়া হেফজ খানার হাফেজি বিভাগের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। SHARES রাজনীতি বিষয়: