বাঘাইছড়িতে চার গণ সংগঠনের কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ (মূল) সমর্থনপুষ্ট চার সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন(এইচ ডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারীসংঘ বাঘাইছড়ি উপজেলা চার সংগঠনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

আমরা করবো জয়- উদ্ভোধনী সংগীতের মধ্য দিয়ে রবিবার (৮ জুন) সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়।

সকাল ৯টা-১১:৩০টা ১ম অধিবেশনে বাঘাইছড়ি উপজেলার পিসিপি বিদায়ী সভাপতি মি.পলেন চাকমার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা হিল উইমেন্স ফেডারেশন(এইচ ডব্লিউ এফ) কমিটির বিদায়ী সভাপতি মিস.বিশাখা চাকমা। মঞ্চে উপবিষ্ট ছিলেন পিসিপি রাঙ্গামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক মি.ঝিমিট চাকমা, পিসিপির কেন্দ্র কমিটির সদস্য মি.রিসার্চ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মি.থিংকু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মিস. এন্টি চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকফ্রন্ট(ইউপিডিএফ মুল) বাঘাইছড়ি উপজেলার প্রধান সংগঠক মি.অক্ষয় চাকমা ও বাঘাইছড়ি বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।

১ম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটি এইচ ডব্লিউ এফ বাঘাইছড়ি সংগ্রামী সভাপতি মিস.জোনাকী চাকমা।

“পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষনা কর” এই দাবিকে সামনে রেখে কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, পাহাড়ের প্রকৃত ভূমিপুত্ররা আজ বাস্তুহারা, পঞ্চদশ সংবিধানে পাহাড়িদের ওপর বাঙ্গালি জাতীয়তা চাপিয়ে দিয়ে জাতিগত ভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলমান। ২০১১সালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক ১১দফা নির্দেশনা জারি রেখে পাহাড়ে সেনাশাসন জারি রেখেছে।পাহাড়িদের মধ্যকার সংঘাত বাঁধিয়ে দিয়ে জাতিগত সংঘাতকে জিঁইয়ে রেখেছে। প্রতিনিয়ত নারী ধর্ষণ,খুন, গুম, জেল হাজতে প্রেরণসহ অবর্নণীয় নির্যাতন পাহাড়িদের ওপর চলমান রাখা হয়েছে। পতিত হাসিনার পতনের পর পাহাড়েও ভৈষম্যহীন প্রশাসনের আশা করা হলেও পতিত হাসিনার চেয়ে দ্বিগুন বেশি নির্যাতন ড:ইউনুস সরকার নিপীড়নের মাত্রা অব্যাহত রেখেছে।
রাষ্ট্রীয় এই দমন নীতির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে জাতিগত নিপীড়ন মুক্ত পরিস্হিতি আমাদেরকে সৃষ্টি করতে হবে। সে কারনে ছাত্র -যুব সমাজ,নারী সমাজকে এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

বেলা ১টা-৩টা পর্যন্ত ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি স্বপথ বাক্য পাঠ করিয়ে কমিটি গঠন করা হয়।। ১৯ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি পিসিপি কমিটি,২৩সদস্য বিশিষ্ট যুব ফোরাম কমিটি,২৫সদস্য বিশিষ্ট এইচ ডব্লিউ এফ বাঘাইছড়ি উপজেলা কমিটি,১১সদস্য বিশিষ্ট সাজেক থানা কমিটি (এইচ ডব্লিউ এফ), ৩৫সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ বাঘাইছড়ি কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট পার্বত্যজেলা চট্টগ্রাম নারী সংঘ সাজেক থানা কমিটি সহ মোট ৬ টি কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন পরবর্তি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপি কাউন্সিল গঠন সম্পন্ন করা হয়।

 

বিজ্ঞপ্তি