বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপিত


রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা ৫ আগস্ট গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করে বলেন ৫ আগস্টের অভ্যুত্থান থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে এবং এখান থেকেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে হবে আগামী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে।