বাঘাইছড়িতে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ

বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য তা বরাদ্দ দিয়েছেন। ফলে বাঙালি জনগোষ্ঠী উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরো বলেন, পার্বত্য এলাকায় জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বরাদ্দগুলোতেও বাঙালিদের প্রতি বৈষম্য করা হচ্ছে। জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান কর্তৃক বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্প শুধুমাত্র পাহাড়ি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে, যা বৈষম্যের উদাহরণ।

আরো উল্লেখ করেন, কফি ও কাজু বাদাম প্রকল্পে ৩০২ জনের মাধ্যমে প্রায় ২৯ কোটি টাকার বরাদ্দ কেবল পাহাড়িদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এছাড়া বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোনো যুক্তি ছাড়াই।

এছাড়া জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে ৭২ ঘণ্টার মধ্যে বৈষম্যমূলক প্রকল্প বাতিলের আল্টিমেটাম দেন এবং বলেন, “যদি সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দের সমবন্টন নিশ্চিত না করা হয়, তবে দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”