রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার একমাত্র পূজা মণ্ডপ শ্রীশ্রী রক্ষা কালি মন্দির পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির কাছে নগদ অর্থ প্রদান এবং অসহায় ২০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে বিএনপির নেতারা বলেন,
“সম্প্রীতির বাঘাইছড়িতে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে দুর্গাপূজা উদযাপন করছেন। এদেশে প্রত্যেক নাগরিকের ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। বিএনপি সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে দেশকে নতুনভাবে গড়তে চায়। পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে বিএনপি সজাগ রয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪