রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কাচালং ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙামাটি আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, এডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব মোঃ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী নবী।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬ সালের ফেব্রুয়ারি নির্ধারিত) দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই নির্বাচনে বিজয়ের জন্য সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে হবে। সকল ব্যক্তিগত মতপার্থক্য ভুলে জনগণের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪