বাঘাইছড়িতে মানবতার তারুণ্য’র আহ্বায়ক কমিটি গঠন প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ অরাজনৈতিক ও মানবকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তারুণ্য” এর বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) মানবতার তারুণ্য অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরিফুল ইসলাম। নবগঠিত আহবায়ক কমিটিতে মোঃ আজাদ হোসেন-কে আহবায়ক, নুরুন্নাহার সাথী-কে যুগ্ম আহবায়ক, মিশন চাকমা-কে সদস্য সচিব এবং রানজুনি চাকমা-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, এই আহবায়ক কমিটি আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অনুমোদনের জন্য পেশ করবে। অনুমোদনের পরই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত বলে গণ্য হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মারুফ জানান, মানবতার তারুণ্য প্রতিষ্ঠার পেছনে আমাদের মূল চিন্তা ছিল এই সমাজে মানবিক মূল্যবোধ আর তরুণদের দায়িত্ববোধ জাগিয়ে তোলা। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশজুড়ে একঝাঁক স্বপ্নবান তরুণ মানবতার পতাকা বহন করুক। বাঘাইছড়ি উপজেলা কমিটিও সেই পথেই হাঁটবে আমাদের বিশ্বাস। সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরিফুল ইসলাম বলেন, এই আহবায়ক কমিটি যেন স্বচ্ছতা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কর্মকাণ্ড বাঘাইছড়িতে আরও গতিশীল করে এটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, ‘মানবতার তারুণ্য’ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অসহায়দের সহায়তা, ঘর প্রদান, রক্তদাতা সংগঠনের সঙ্গে কাজ, শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা মানবিক কাজ করে ইতিবাচক সাড়া পেয়েছে। #ডেস্ক_নিউজ SHARES সংগঠন বিষয়: