বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পূজা উদযাপন কমিটির সদস্য, বাঘাইছড়ি প্রেসক্লাব ও সুশীল সমাজের প্রতিনিধি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়াও টাইফয়েড টিকা প্রদান, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় বিষয় আলোচনা করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪