রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ জব্দ করেছে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) একটি বিশেষ টহল দল।
গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর দিক নির্দেশনায় কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৬১.৩২ ঘনফুট অবৈধ গামারী কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২২ হাজার ৬৪০ টাকা বলে জানানো হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের আওতাধীন এলাকায় নিয়মিতভাবে চোরাচালান ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪