বাঘাইছড়িতে ২৭ বিজিবির মানবিক সহায়তা প্রদান প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির শিক্ষা, মানবিক সহায়তা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) রবিবার(১৪ ডিসেম্বর) মারিশ্যা জোন সদরে জোনের দায়িত্বপূর্ণ এলাকার হালিমপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি সাধন কারবারী এর নিকট ০৫ (পাঁচ) বান টিন হস্তান্তর করা হয়, একইসাথে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার জন্য ভলিবল ও নেট প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যমপাড়া গ্রামের দুই অসচ্ছল বাসিন্দা মোঃ হারুন মুর্শিদ ও মোঃ কাওছার -এর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দুটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও এলাকায় সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করা, ঐতিহ্যবাহী পাহাড়ি সংস্কৃতি সংরক্ষণ এবং তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলার উজোনী যুব শিল্পীগোষ্ঠীর নৃত্য পোশাক ক্রয়ের জন্য সংগঠনের সভাপতি শুভগত চাকমা এর নিকট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার ইসলামপুর এলাকার মোঃ আব্দুল হালিম কে উন্নত চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন বলেন, নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিজিবি জনসাধারণের পাশে থেকে নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: