বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে এলজিসিআরআরপি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিট -১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) পৌরসভার অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শামীম মৃধা, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, এলজিসিআরআরপি প্রশিক্ষক মোঃ মহসিন ও তপন রয়, কার্যসহকারী আশিকুর রহমান মানিক, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন। সভায় বক্তারা বলেন, এলজিসিআরআরপি (LGCRRP) হলো Local Government Covid-19 Response and Recovery Project এর সংক্ষিপ্ত রূপ। এটি বাংলাদেশ সরকারের একটি উন্নয়ন প্রকল্প, যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং এটি বিশেষভাবে কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলা ও পুনরুদ্ধার সংক্রান্ত। এলজিসিআরআরপি-র মূল উদ্দেশ্য হলো – ১. কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা: স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, যাতে তারা স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারে। ২. আর্থ-সামাজিক পুনরুদ্ধার: ক্ষতিগ্রস্ত জনগণের জীবিকা পুনরুদ্ধার এবং ক্ষুদ্র উন্নয়নমূলক কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক চক্র সক্রিয় করা। ৩.স্থানীয় অবকাঠামো উন্নয়ন: রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ ইত্যাদির উন্নয়ন, যাতে মানুষ সহজে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। ৪.নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা: নারী ও প্রান্তিক শ্রেণির কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদিতে বিশেষ গুরুত্ব। উপরোক্ত বিষয় বাস্তবায়নের লক্ষে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে ২৭ জন (ছাত্র, যুবক, নারী)কে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ আদান-প্রদান করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয় করা হয়। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: