বাঘাইছড়ি পৌর ওলামা দলের আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাঙ্গামাটি জেলা শাখার অধীনস্থ বাঘাইছড়ি পৌর ওলামা দলের ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ইব্রাহিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির তালিকা বাঘাইছড়ি পৌর ওলামা দলের হাতে তুলে দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

 

নবগঠিত কমিটিতে পৌর ওলামা দলে মাওলানা মোঃ নাসির উদ্দীনকে আহবায়ক, মোঃ হাবিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং খাজা আহম্মদকে যুগ্ম আহবায়ক করা হয়েছে, এছাড়া মোহাম্মদ আলী, আজগর খান বাবুল, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান এবং রাজু আহম্মদকে সদস্য ও কমিটির সদস্য সচিব হিসেবে মোঃ আনোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠন শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।