রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশনায় আনুমানিক রাত ৯টায় নায়েব সুবেদার মোঃ আবুল কালাম-এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা রাবার ফ্যাক্টরি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে সংগ্রহকৃত কাঠের গুড়ি ও টুকরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গর্জন, সেগুন ও গামারী প্রজাতির মোট ১৩৩.৬৯ ঘনফুট কাঠ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার ২২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকার বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪