বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের মানবিক সহায়তা প্রদান প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। সোমবার (০৮ ডিসেম্বর) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ আউয়াল হোসেন সাজেক ইউনিয়নের দুই জন দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন। জামপড়া এলাকার বিকাশ ত্রিপুরার স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি বেটলিং পাড়ার নলেন ত্রিপুরাকেও মানবিক বিবেচনায় আর্থিক অনুদান দেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ, মানবিক সহায়তা ও শান্তি–সম্প্রীতি রক্ষার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: