রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর একটি টহল দল।
রবিবার (০৮ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৩ ঘটিকায় জোন অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহ’র নেতৃত্বে টহল দলটি মোস্তফা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৩৮.৩১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ৭৭৫ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)র জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রমের চেষ্টা বৃদ্ধি করায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।”
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪