রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় ও সোমবার রাতে কচুছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে এক দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে জোন সদরে প্রেস ব্রিফিং এ জোন অধিনায়ক বলেন, গত ১১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক রাত ৮ টা ৪০ মিনিটে মাঝিপাড়া হতে মারিশ্যাগামী ০১টি বেসামরিক ট্রাকযোগে চোরাচালানী মালামাল নিয়ে আসার তথ্য পাওয়া যায়।
গোপন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্প কর্তৃক একটি ফাঁদ পাতা হয় এবং গাড়ীটি সড়ক নিরাপত্তা ডিউটি চেকপোষ্টের কাছাকাছি আসার পর তল্লাশীর নিমিত্তে থামার জন্য সংকেত প্রদান করা হয়। ট্রাকের চালক বিজিবির সংকেত উপেক্ষা করে চেকপোষ্টের ব্যারিকেড ভেঙ্গে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ০১ জন আরোহী রাস্তার পার্শ্বে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। উক্ত চিৎকারের শব্দ শুনে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে টর্চ লাইট মেরে দেখতে পায় ০১ জন বেসামরিক ব্যক্তি (নাম-শুভ চাকমা (১৮), পিতা-ধনময় চাকমা, গ্রাম-শিশকমুখ,পোষ্ট-থানা-বাঘাইছড়ি ও জেলা-রাঙ্গামাটি) রাস্তার পার্শ্বে গুরুতর আহত অবস্থায় পড়ে চিৎকার করছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
পরবর্তীতে ব্যাটালিয়ন সদর হতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতঃ দ্রুত রোগীকে ০১টি এ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক কর্তৃক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার নিমিত্তে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১১ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মৃত্যুবরন করেন। হাসপাতাল এবং পুলিশি কার্যক্রম শেষে অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানা যায়।
প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর নোমান আল ফারুক ও সহকারী পরিচালক আজিমুল হক।
স্থানীয়দের উদ্দেশ্যে জোন অধিনায়ক বলেন, এই চোরাচালানের জন্য আজকে একটি তরুণ প্রাণ ঝড়ে পড়লো আমরা এমন পরিস্থিতি আর চাইনা, আমরা বাঘাইছড়িকে মাদক ও চোরাচালান মুক্ত করতে চাই আপনাদের সকলের সহযোগীতা নিয়ে।
ব্রিফিং শেষে স্থানীয়দের সাথে মত বিনিময় মুহুর্তে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনকন চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য সুমাইয়া চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি চাকমা সহ নিহত শুভ চাকমার চাচা ও তার এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪