ঢাকা, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

মুসলিম ব্লক মুন্সি পাড়া ইবাদাত খানায় মাইক উপহার দিলেন নুর উদ্দিন


প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক গ্রামের মুন্সি পাড়া এবাদতখানায় এক সেট মাইক ও ব্যাটারি উপহার হিসেবে দান করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নুর উদ্দিন রাজু।

সোমবার (২৮জুলাই) রাতে এবাদত খানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও মুসুল্লিদের কাছে মাইক ও ব্যাটারি হস্তান্তর করেন। এসময় নূরউদ্দিন রাজুর সাথে তার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

নুর উদ্দিন রাজু বলেন মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি বিশ্বাস করি, ইবাদতের পরিবেশ উন্নত হলে মানুষের চিন্তা-চেতনায়ও ইতিবাচক পরিবর্তন আসে। এই মাইক উপহার আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পাশে থাকবো। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে এই অবহেলিত মসজিদটি পাকা ভবন সহ আরো বৃহৎ উন্নয়ন করার লক্ষে জোরালো ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উপহার প্রাপ্তির পর মসজিদ কমিটি ও এলাকাবাসী নুর উদ্দিন রাজুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ খুবই অনুপ্রেরণাদায়ক। মসজিদের প্রয়োজনীয় জিনিসপত্রে সহযোগিতা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।