রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

২০০৬ সালের ঐতিহাসিক রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আফসার হোসেন, প্রচার সেক্রেটারি ডা. সরদার আবদুর রহিম ও টিম সদস্য মো. হানিফ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর পূর্বনির্ধারিত সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠি, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে ভয়াবহ হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র জামায়াত ও ছাত্রশিবির কর্মীদের পিটিয়ে হত্যা করা হয় এবং নির্মমভাবে লাশের ওপর নৃত্য-উল্লাসে মেতে ওঠে হামলাকারীরা। এই দৃশ্য পুরো জাতিকে হতবাক করে তোলে, বিশ্ববাসীকেও নাড়া দেয়। নিহতদের মধ্যে ছিলেন ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, কর্মী জসিম উদ্দিনসহ মোট ১৪ জন; আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।

বক্তারা আরও বলেন, ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় প্রমাণ করে দেশে দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। তারা বলেন, বাংলাদেশে যদি কুরআনের আইন বাস্তবায়ন করা যায়, তবে গুম, খুন ও দুর্নীতি চিরতরে বন্ধ হবে। কোরআনের আইন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে।
বক্তারা উপস্থিত ভোটারদের আহ্বান জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার সুযোগ করে দিতে। একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে।

অনুষ্ঠান শেষে ২৮ অক্টোবরের শহীদদের হত্যার বিচার দাবি করে এবং শহীদদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।