রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের বন্যার্ত ও পানিবন্দী একশত (১০০) পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রূপকারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে ইউনিয়ন পরিষদের জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত ইউএনও আমেনা মারজানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪