লংগদুতে বিএনপির গণসংযোগে প্রাণচাঞ্চল্য — ধানের শীষে ভোট চেয়ে মাঠে নেতাকর্মীরা প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান এর পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার মাইনী মুখ বাজারের প্রধান সড়ক ও আশপাশ এলাকায় এ গণসংযোগে নেতৃত্ব দেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি নুরুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম (মাজি), জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আরাফাত, লংগদু উপজেলা তাতী দলের নেতা খ.ইয়াছিন, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি শাহাদাৎ হোসেন সাজ্জাদসহ অত্র উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা পোস্টার-ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন,তারেক রহমানের ৩১ দফা, জনগণের মুক্তির পথ, ধানের শীষে ভোট দিন, মুক্ত করুন দেশ। গণসংযোগ শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নেতারা এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। SHARES রাঙ্গামাটি বিষয়: