সাজেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরী মানবিক সহায়তা খাদ্য প্যাকেজ বিতরণের প্রথম ধাপ শুরু হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) শিয়ালদাইলুই পাড়া, ৯ নং নতুন পাড়া, ৮ নং ছড়া নতুন পাড়া ও ৯ নং ত্রিপুরা পাড়ার মোট ৫২ পরিবারের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে প্রদান করা হয়— ৬০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম সিদোল শুটকি মাছ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা এবং সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও কার্বারী প্রতিনিধি ভুবন ত্রিপুরা। এতে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য ত্রিপুরা ও মন্টু কুমার ত্রিপুরা, সাজেক থানার উপ-পরিদর্শক মো. মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়ন করছে Alert B0-67 (Humanitarian Assistance to Rat Flood Affected Peoples in Rangamati District) প্রকল্প। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় মোট ৪৬৬ পরিবারকে দুই মাসে ২ দফায় একই প্যাকেজ প্রদান করা হবে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: