প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
সাজেকে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেছে রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার(২১ জুলাই) রাতে সাজেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাজেকের রুইলুই মৌজার হেডম্যান কার্যালয়ে স্থানীয় হেডম্যান, কার্বারী, মেম্বার ও স্থানীয়দের সাথে মত বিনিময় সভা করে রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
রুইলুই মৌজার হেডম্যান বাবু লাল থাং লুসাই এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
বিশেষ অতিথিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নতুন সদস্য ও নবায়নকৃত সদস্যদের মাঝে সদস্য কার্ড প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |