প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বুধবার (১৭ জুলাই ২০২৫) বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি–এর নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করে সেনাবাহিনীর চিকিৎসা দল। ক্যাম্পে স্থানীয় পাহাড়ি ও বাঙালি শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এএমসি। রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় এক ভুক্তভোগী বলেন, ‘আমাদের এলাকায় কোনো হাসপাতাল বা চিকিৎসক নেই। ওষুধের জন্য অনেক সময় দূরে যেতে হয়। সেনাবাহিনীর এই ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।’
এ সময় ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান বলেন, ‘এই এলাকায় নিয়মিত চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করছি। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। ’তিনি আরও বলেন, ‘এই এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে সেনাবাহিনী গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও এ সেবা চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। আল্লাহ যেন আমাদের এ কাজে সহায় হন—এই প্রার্থনাই করি।’

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |