বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করা কর্পোরাল রিপেন চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে তিনি সিএমএইচ, ঢাকা-তে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে তিনি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

প্রয়াত কর্পোরাল রিপেন চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার উলুছড়ি এলাকায়। মৃত্যুর পর ৮ নভেম্বর ২০২৫ তারিখে তাঁর মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী এক শোকবার্তায় কর্পোরাল রিপেন চাকমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪