৫ আগষ্ট বিজয় র্যালি উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে আগামী ৫ আগস্ট আওয়ামী ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস’ উপলক্ষে বিজয় র্যালির আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। বুধবার (৩০ জুলাই) সন্ধায় বাঘাইছড়ি বিএনপির কার্যালয়ে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় আগামী ৫ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী বিজয় র্যালিতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা- কর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহবান ও নির্দেশনা প্রদান করা হয়৷ SHARES রাজনীতি বিষয়: