বাঘাইছড়িতে জামায়েতের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি পৌরসভা ও মারিশ্যা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২৮ জুন) বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার আমির মাওলানা কবির আহমেদ, বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ নেয়ামত উল্যাহ, মারিশ্যা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন পাড়া ইউনিটের সেক্রেটারি মোঃ সানা উল্যাহ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। পশ্চিম মুসলিম ব্লকের নতুন সড়কের পার্শ্বে ফলজ গাছ, ঔষধি গাছ ও বনজ গাছ সহ প্রায় ২০০টি চারা রোপন করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার আমির মাওলানা কবির আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: