ঢাকা, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাঘাইছড়ি প্রেসক্লাব কমিটির সাথে জামায়াতের শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান


প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সংবাদকর্মীদের সংগঠন বাঘাইছড়ি প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ও সদস্য মাহমুদুল হাসান।

উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, এছাড়াও অন্যান্যদের মধ্যে পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, মারিশ্যা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ ভিবিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাঘাইছড়ি প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তাদের কার্যক্রমে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহবান জানান।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তাদের বক্তব্যে জামায়েতের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাঘাইছড়িতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে আশ্বাস প্রদান করেন।