রাবিপ্রবি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক মরহুম জসিম এর কবর জিয়ারত করেন সাব্বির

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক বাঘাইছড়ির বটতলীর সন্তান মরহুম মোঃ জসিম উদ্দিন এর কবর জিয়ারত করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

জসিমের পরিবারের সদস্যদের সাথে ছাত্রদল সভাপতি

বটতলী বড় হুজুর পাড়া নিবাসী জসিম উদ্দিন শায়িত আছেন বটতলী কবরস্থানে, কবর জিয়ারতের পর জসিম এর পরিবারের সার্বিক খোজ খবর নেন সাব্বির, এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদল আহবায়ক ইউনুস মানিক, যুগ্ম আহবায়ক শাহাদাত মোল্লা, কাচালং কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরয়োর গাজি, কাচালং কলেজ ছাত্রদল এর সভাপতি হাবিবুর রহমান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বটতলী মোহাম্মদীয়া হেফজখানার শিক্ষক ও ছাত্ররা জিয়ারতে অংশগ্রহণ করেন।