ঢাকা, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৭ হিজরি

একুশ মাস দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি থেকে বদলী হলেন ইউ এন ও শিরীন আক্তার


প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বদলী জনিত কারনে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘাইছড়ি উপজেলা হতে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ইউ এন ও শিরীন আক্তার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর বাঘাইছড়ি উপজেলায় যোগদান করে ১৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ১ বছর ৯ মাস দায়িত্ব পালন করে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হয়েছেন। 

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপাঞ্জু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্ত্তী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা।

বক্তারা ইউ এন ও শিরীন আক্তারের দায়িত্ব পালন কালের সময় ও কর্মদক্ষতা নিয়ে স্মৃতিচারণ করে বলেন, বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার মধ্যে অত্যান্ত ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলা এই এলাকার প্রশাসনিক দায়িত্ব পালনও অনেক বেশী জটিল কিন্তু তিনি এই জটিলতাকে কাটিয়ে দারুণভাবে দায়িত্ব পালন করেছেন। সকলে উনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন, ভবিষ্যতে যেন বাঘাইছড়িবাসীর কথা মনে রাখেন এই প্রত্যাশা রাখেন।

সংবর্ধিত অতিথি বিদায়ী ইউ এন ও শিরীন আক্তার বলেন, আমি যখন প্রথম বাঘাইছড়িতে পদায়ন হই তখন খুব চিন্তিত ছিলাম এত দুর্গম অঞ্চলে কিভাবে দায়িত্ব পালন করবো, তবে বাঘাইছড়ি আসার পর মনে হয়েছে দায়িত্ব পালনে কঠিন কিছু হবেনা। বিশেষ করে উপজেলার সকল চেয়ারম্যান – জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার-কর্মচারী, শিক্ষকসমাজ সহ সকল স্তরের লোকজন অনেক বেশী আন্তরিক যার ফলে কখনো বাঘাইছড়িতে খারাপ লাগেনি। তিনি বলেন আমি সহ আমার পরিবার কখনোই বাঘাইছড়ি ও বাঘাইছড়ির মানুষদের ভুলবোনা আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা যোগাযোগ রাখেন এবং আমার দ্বারা যদি কখনো কোন উপকার হয় অবশ্যই জানানোর অনুরোধ জানাচ্ছি। বিদায়ী ইউএনও আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরবর্তী ইউএনওকে সহযোগী করার জন্য সকলের কাছে আহবান জানান।

সভা শেষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন, অফিসার্স ক্লাব, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি প্রেসক্লাব, ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।