সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত, আহত ১২ প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী পর্যটক নিহত এবং আরও ১২ জন পর্যটক আহত হয়েছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে নামার সময় পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিংকি নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকদের কারণে সাজেকে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সাজেক থানার ওসি কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: