সেনাবাহিনীর সহযোগীতায় সাজেকে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ গাইবান্ধায় পৌছালো

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

সেনাবাহিনীর সহায়তায় গাইবান্ধায় পৌঁছালো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনার মরদেহ।

গতকাল রাঙামাটির সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ সেনাবাহিনীর সহায়তায় নিজ বাড়ি গাইবান্ধায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে (S2-AGO) মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। বিকেল ৩টা (১৫০০ ঘটিকা) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে এবং ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করে।

এ সময় পুরো প্রক্রিয়ায় সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন।