পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে সম্ভাবনা দেখছেন সচিব আব্দুল খালেক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প এবং মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন। পরিদর্শনকালে সচিব মো: আব্দুল খালেক পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “এ অঞ্চলের সম্পদকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।” এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, আমতলী ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, রূপকারী ইউপি চেয়ারম্যান জ্যাসমিন চাকমা, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: